আজ বাংলা নববর্ষের পাশাপাশি দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে পালিত হচ্ছে দক্ষিণী নববর্ষ ‘উগাডি’। সেই উপলক্ষে প্রকাশ্যে আনা হল ‘আরআরআর’ ছবির একটি পোস্টার। নতুন এই পোস্টারের মাধ্যমে অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে টিম ‘আরআরআর’। এই ছবির পটভূমিকায় স্বাধীনতার যুগের সময়ের ৷ স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতা রামারাজুকে কেন্দ্র করে এই সিনেমা৷ ছবিতে আল্লুরি সীতা রামারাজুর ভূমিকায় রাম চরণ এবং সীতার ভূমিকায় আলিয়া ভাটকে দেখা যাবে। পোস্টারে ছবির মুখ্য অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর দেখা যাচ্ছে ৷ যেখানে তাঁরা এক বিশাল জনসমুদ্রের মাঝে কোনও উৎসব পালন করছেন ৷ জুনিয়র এনটিআর লিখেছেন , “আপনার এবং আপনার পরিবারের নতুন বছর ভাল কাটুক৷” বলিউড অভিনেতা অজয় দেবগনও রয়েছেন এই ছবিতে ৷ তিনি এই নতুন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, “সেই সব মানুষকে আমার শুভেচ্ছা যাঁরা #গুডিপাওয়া, #বৈশাখি এবং #উগাডি” পালন করছেন৷ চলতি বছরের ১৩ অক্টোবর, দশেরার দিন ‘আরআরআর’ মুক্তি পেতে চলেছে ৷ তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম, কানাড়া ছাড়াও বেশ কিছু ভারতীয় ভারতীয় ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি ৷