সিলভার স্ক্রিনে আসতে চলেছে বিনয়-বাদল-দীনেশ, প্রকাশ্যে ‘৮/১২’-র মোশন পোস্টার

আগামী বছর, ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষ। বীর স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এর স্মরণীয় অবদানের গল্প সিলভার স্ক্রিনে তুলে ধরতে চলেছেন পরিচালক অরুণ রায়। হীরালাল ছবির পরে ৮/১২ ছবির সঙ্গে ভারতের ইতিহাসের আরও এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে চলেছেন এগারো, চোলাই ও হীরালাল খ্যাত পরিচালক অরুণ রায়। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন হীরালাল সেন খ্যাত অভিনেতা কিঞ্জল নন্দ, নাট্যজগতের পরিচিত মুখ অর্ণ মুখোপাধ্যায়, সুমন বোস ,অনুষ্কা চক্রবর্তী সহ আরও অনেকে। প্রযোজক কান সিং সোধার প্রযোজনা সংস্থা ‘কে এস এস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’ এর ব্যানারে ঘোষণা হয়ে গেল ছবি  ‘৮/১২’। ছবির পুরো টিম এখন রিসার্চে ব্যস্ত। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ময়ূখ মৈনাক সঙ্গীত পরিচালক জুটি, চিত্র গ্রহণের দায়িত্বে রয়েছেন খ্যাতনামা ডি ও পি গোপী ভগৎ, ছবির পোশাক নির্মাণে থাকছেন শাবর্ণী দাস, সেইসময়কার পোশাকের জন্যও বেশ রিসার্চ করতে হবে তাঁকে। ৮/১২ দিনটি স্মৃতি থেকে আজ প্রায় বিলুপ্ত। বিনয়, বাদল ও দীনেশের নাম শুনলে আজও সব বাঙালীর গর্বে বুক ফুলে ওঠে। সেই ইতিহাস রিভিসিট করতে আগ্রহী সিনেমাপ্রেমী দর্শক। ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ই ডিসেম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। বিনয় বাদল ও দীনেশ এই দিনে ব্রিটিশ পোশাক পরে রাইটার্স বিল্ডিং-এ অভিযান চালান। গুলি করে হত্যা করা হয় অত্যাচারী সিম্পসন কে।

On the auspicious day of Bengali new year, we present the essence of #8_12 (৮ /১২)#BBD812'৮/১২'A film by #ArunRoy Presented by Kan Singh Sodha #filmingsoon#KSSProductionandEntertainment #KanSinghSodha #ArunRoy #KinjalNanda #ArnaMukhopadhyay #SumanBoseREMOO #AnuskaChakraborty#BipashaSaha #GopiBhagat #MayukhMainak #SanglapBhowmik #SabarniDas #TanmoyChakraborty #SounavaBasu #SuvenKumarDas #KabirulMolla #ektabhattacharjee Ekta Creative TalesSudeep's#Sudeeps

Posted by KSS Productions & Entertainment on Wednesday, 14 April 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *