পাহাড়ের কোলে জমিয়ে নাচলেন সন্দীপ্তা

পাহাড়ের কোলে নাচ করে সকলের মন জয় করলেন টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। তিনি শুধু দক্ষ অভিনেত্রীই নন, নাচেও যে তিনি বেশ দক্ষ তা বুঝিয়ে দিয়েছেন। মেরি নিন্দ উড় গেয়ি হ্যায়’ এবং ‘দিল জুলহা’ এই দুটি গানে নাচ করে ভিডিও করেন সন্দীপ্তা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। দুটি ভিডিয়োই বেশ পছন্দ হয়েছে সন্দীপ্তার অনুরাগীদের।