IMDB-র রেটিংয়ে ‘ব্রেক আউট’ তারকা নির্বাচিত হলেন ‘দিল বেচার’ তারকা সঞ্জনা সাঙ্ঘী। দীপিকা, আলিয়া-দের টপকে গেলেন অভিনেত্রী। IMDB-র রেটিংয়ে ‘ব্রেক আউট’ তারকা নির্বাচিত হয়ে ভীষণই খুশি সঞ্জনা। সোশ্যাল মিডিয়া নিজের হাসির ছবি পোস্ট করে সঞ্জনা লেখেন, ”আমি হাসি থামাতে পারছি না।” সঞ্জনা আরও লেখেন ”এই সম্মানের জন্য ধন্যবাদ। এ বছরের ১ নম্বর ব্রেকআউট তারকা হিসাবে ঘোষণা করা আমার কাছে স্বপ্নের মতো।” দর্শকদের ধন্যবাদ জানিয়ে সঞ্জনা আরও লিখেছেন, “বিশ্বের সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলছি, এই সম্মান প্রথমে আপনাদের এবং তারপরে আমার। আক্ষরিক অর্থে এই স্বীকৃতি দর্শকদের জন্যই সম্ভব হয়েছে। আমাকে এই জায়গায় কাজের সুযোগ যাঁরা করে দিয়েছেন তাঁদের কাছেও কৃতজ্ঞ।” প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে চলচ্চিত্র ‘দিল বেচারা’ ছবিতে অভিনয় করেন সঞ্জনা। এটাই ছিল নায়িকা হিসাবে তাঁর ‘ডেবিউ’ ছবি।