সীতাহরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সইফ আলি খান

বড়পর্দায় আসছে রামায়ণের কাহিনি। ‘আদিপুরুষ’ অর্থাত্‍ রামের চরিত্রে অভিনয় করবেন দাক্ষিণাত্যের ডার্লিং প্রভাস। সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে। আর রাবণ অর্থাত্‍ লঙ্কেশ্বরের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউডের নবাব সইফ আলি খান। আর সেই ছবি নিয়েই বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েন অভিনেতা। নিজের চরিত্র সম্পর্কে এক সংবাদমাধ্যমকে সাক্ষাত্‍কারে তিনি বলেন, রাবণের মানবিক দিক এবং সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল, সেটাই দেখানো হবে। এরপর থেকেই নিন্দার ঝড় ওঠে নেটদুনিয়ায়। টুইট করে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা রাম কদমও। রীতিমতো হুমকির সুরে লেখেন, ‘সইফ জানিয়েছেন আদিপুরুষে রাবণের মানবিক দিক দেখানো হবে। সীতাহরণের মতো ঘৃণ্য কাজের ন্যায়সঙ্গত কারণ ব্যাখ্যা করা হবে। এমনকী রামের বিরুদ্ধে রাবণের লড়াইকেও ইতিবাচকভাবে তুলে ধরা হবে। ওম রাউত (পরিচালক), আপনার ছবি ‘তাহনাজি’ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। কারণ সেখানে হিন্দুদের মর্যাদা অক্ষু্ণ্ণ রাখা হয়েছিল। মারাঠাদের সম্মানে আঁচ লাগেনি। কিন্তু আদিপুরুষ ছবিতে সীতাহরণকে গৌরবান্বিত করার চেষ্টা করলে তা আমরা কখনওই মেনে নেব না। আশা করি, সঠিক সিদ্ধান্তই নেবেন।’ এই মন্তব্যের পর আর বিতর্ক গড়াতে দেননি সইফ। বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, ‘শুনলাম, সাক্ষাত্‍কারে আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনওই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। রাম সর্বদাই আমার আছে একজন আদর্শ পুরুষ। আর আদিপুরুষে খারাপ উপর ভালর জয়কেই ফুটিয়ে তোলা হবে।’ তিনি ক্ষমা চেয়ে নিলেও যে ছবিটির দিকে বিশেষ নজর থাকবে গেরুয়া শিবিরের, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *