করোনায় আক্রান্ত হলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। যদিও পরিচালক কোভিড নিয়ে নিজে কিছু জানাননি। তাঁর ঘনিষ্ঠ একজন পরিচালকের কোভিড পজিটিভের কথা জানান। স্বাভাবিকভাবেই আপাতত বন্ধ ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং। সঞ্জয় লীলা বানসালি নিজের অফিসে ‘কোয়ারেন্টাইন’-এ আছেন। তাঁর মায়েরও কোভিড টেস্ট করা হয়েছে। তিনি নেগেটিভ। ভাল আছেন।‘গাঙ্গুবাঈ’-এর মূল চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তিনিও নিজেকে ‘আইসোলেশন’-এ রেখেছেন। তাঁরও কোভিড টেস্ট করানো হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। ‘গাঙ্গুবাঈ’-এর গোটা টিমের টেস্ট করানো হয়েছে।