প্রয়াত হলেন চিত্রনাট্যকার সাগর সারহদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷ হৃদরোগের সমস্যা নিয়ে তিনি সায়নের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন৷ সেখানেই সোমবার, ২২ মার্চ সকালে তাঁর মৃত্যু হয়৷ বলিউডের পরিচালকদের সংগঠনের পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয় যে, সাগর সারহদির মৃত্যু বলিউডে এক শূন্য স্থান তৈরি করল৷ তাঁর প্রয়াণের খবরটি জানান পরিচালক অশোক পণ্ডিত৷ তিনি লেখেন যে, বলিউডের অন্যতম চিত্রনাট্যকার, পরিচালকের মৃত্যু হয়েছে হৃদরোগ আক্রান্ত হয়ে৷ কভি কভি, নুরি, চাঁদনি, দুসরা আদমি, সিলসিলার মতো ছবি চিত্রনাট্যকার ছিলেন তিনি৷ তিনি বাজার ছবিটিরও চিত্রনাট্যকার ও পরিচালক ছিলেন৷ তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল বলিউডে৷ বলিউড ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি ছিলেন উর্দু লেখক৷ বহু ছোট গল্প, নাটক লিখেছিলেন তিনি৷ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে তারকারা একে একে শোকবার্তা দেন৷ তাঁর আত্মার শান্তি কামনা করেন সকলে৷