বিশ্ব জল দিবসে সচেতনতার বার্তা দিলেন দিয়া মির্জা

ওয়ার্ল্ড ওয়াটার ডে অর্থাৎ বিশ্ব জল দিবসে সচেতনতার বার্তা দিলেন অভিনেত্রী দিয়া মির্জা। সোশ্যাল ওয়ালে নিজের একটি ছবি শেয়ার করেছেন দিয়া। কোনও পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে ছবিটি তুলেছিলেন অভিনেত্রী। জলের ধারে পাথরের উপর বসে রয়েছেন তিনি। এই ছবির ক্যাপশনে দিয়া লিখেছেন, ‘২০৪০-এর মধ্যে প্রতি চার শিশুর মধ্যে একজন জলের অভাব নিয়ে বাঁচবে। এ বিষয়ে ভাবুন। আসুন, অরণ্য বাঁচানোর জন্য আমরা একসঙ্গে কাজ করি।’ পরিবেশ নিয়ে বরাবরই সচেতন দিয়া। তিনি আলাদা করে ভাবনাচিন্তা করেন। সচেতনতা প্রসারে উদ্যোগী হন। ‘ইউনাইটেড নেশনস্ এনভায়রনমেন্ট প্রোগ্রাম গুডউইল’-এর অ্যাম্বাসেডারও ছিলেন তিনি। লকডাউনের সময়ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দিয়েছিলেন। বাগান করা তাঁর অন্যতম শখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *