ওটিটি-র হাত ধরেই কি বলিউড জগতে পদার্পণ করছে কিং খানের পুত্র? ইন্ডাস্ট্রি সূত্রের খবর, অ্যামাজন প্রাইমের জন্য ওয়েব সিরিজের কাজ করছেন আরিয়ান খান। শোনা যাচ্ছে তারমধ্যেই রেড চিলিজ সংস্থার জন্য চিত্রনাট্যের কাজও করছে আরিয়ান। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল আইপিএলের নিলামের মঞ্চে। তাহলে কি এইভাবেই পা রাখতে চলেছে নতুন জীবনে আরিয়ান?