এবার ওয়েব সিরিজে দেখা যাবে চেনা মুখ আদিত্য রাওয়ালকে

সম্প্রতি শুরু হয়েছে সিরিজের শুটিং। পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্তের পরিচালনায় হটস্টারে আসতে চলেছে এক নতুন ওয়েব সিরিজ। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালের পুত্র আদিত্য রাওয়ালকে। ওয়েব সিরিজটিতে রয়েছেন পত্রলেখা পাল, দিব্যেন্দু ভট্টাচার্যের মতো অভিনেতাও। পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্তের ‘ইয়ে কালি কালি আঁখে’ সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।