সম্প্রতি জানা যায় নো এন্ট্রি ২-তে নাকি থাকবে ১০ জন নায়িকা। তবে আপাতত ১০ জনের মধ্যে ৩ জনের নাম জানালেন নির্মাতারা। সূত্রের খবর, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, এবং মানুষী ছিল্লরকে আপাতত স্ক্রিপ্ট শোনানো হয়েছে এবং তাঁদের নাকি পছন্দও হয়েছে। তবে এখনও সবুজ সংকেত দেয়নি নায়িকারা। জানা যাচ্ছে, অভিনেতা অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে আপাতত এই তিন নায়িকাকেই দেখা যেতে চলেছে।