আসতে চলেছে দানিশ জাভেদ পরিচালিত রোমান্টিক ছবি ‘প্যায়ার কে দো নাম’। আগামী ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এর ব্যানারে এই ছবির অভিনেতা অভিনেত্রী কারা তা জানা যাবে আগামীকাল, কালই মুক্তি পাবে ছবির চরিত্রের পোস্টার। তবে আজ যে পোস্টার প্রকাশিত হয়েছে, তাতে নায়িকাদের মুখ দেখা যাচ্ছে না। অভিনেত্রী একটি বেগুনি স্যুট পরেছেন এবং অভিনেতা একটি নীল স্যুট পরেছেন এবং উভয়ের হাতে বই রয়েছে যার কারণে তাদের মুখ ঢেকে রাখা। যার ফলে তাঁদের মুখ দেখা যাচ্ছে না।