একের পর এক মানবিক কাজ করে রাতারাতি দেশবাসীর স্বপ্নের নায়ক হয়ে উঠেছেন বলিউড তারকা সোনু সুদ৷ ছায়ছবিতে সাধারণত সোনু-কে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে দেখতে পাওয়া যায়। কিন্তু জীবনের খেলায় তিনি এক অন্য নায়ক রূপে সবার কাছে নিজেকে পেশ করেছেন ৷ করোনা ভাইরাসের ফলে লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছিলেন সোনু সুদ৷ আবারও একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। ঝাড়খণ্ডের এক গ্রামের ৫০ মহিলাদের সাহাযার্থে এগিয়ে এসেছেন তিনি ৷ সোনামূনি নামে এক সোশ্যাল মিডিয়া ইউজার সোনু সুদের থেকে সাহায্য প্রার্থনা করেছেন ৷ তিনি ট্যুইটে লিখেছেন ‘আমি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বাসিন্দা ৷ লকডাউনের ফলে আমাদের গ্রামের প্রায় ৫০ জন মহিলার চাকরি চলে গিয়েছে ৷ বেকার হয়ে গিয়েছেন তাঁরা ৷ আমাদের সবার চাকরির খুব দরকার ৷ আমাদের সাহায্য করুন ৷ আপনিই আমাদের কাছে শেষ ভরসা ৷’ সোনামূনিকে ট্যুইটে জবাব সোনু সুদের ‘আমার এই ৫০ জন বোন যাঁদের চাকরি চলে গিয়েছে কথা দিলাম এক সপ্তাহের মধ্যে কোনও ভাল চাকরির ব্যবস্থা তাঁদের জন্য করব ৷’