বলিউড অভিনেতা সোনু সুদকে দরিদ্রদের মশীহা বলা হয় না। মহামারী চলাকালীন কয়েক হাজার মানুষকে সাহায্য করেছেন তিনি। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন বলিটাউনের অভিনেতা। যে-যেখানে বিপদে পড়েছেন, সোনু সুদকে যোগাযোগ করলেই হল, ঠিক সমস্যার সমাধান করেছেন। এবার দরিদ্রদের পাশে দাঁড়াতে নিজের সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ। দুস্থদের সাহায্যের জন্য প্রয়োজন ১০ কোটি টাকা। কিন্তু সেই লকডাউনের সময় থেকেই তিনি যেভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাতে করে অভিনেতার কোষাগারেও যে টান পড়বেই, তা বলাই বাহুল্য। কিন্তু তাই বলে তো আর দুস্থ-দরিদ্রদের সাহায্য করা থেকে নিরত থাকতে পারেন না। অতঃপর নিজের ৮টি বহুমূল্য সম্পত্তি বন্ধক রাখলেন অভিনেতা সোনু সুদ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে সোনু সুদ নিজের মুম্বইয়ের জুহুতে ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন। জুহুর শিব সাগর সিজিএইচএসের গ্রাউন্ড ফ্লোরে ২টি দোকান এবং ৬টি ফ্লোরের ৬খানি ফ্ল্যাট বন্ধক রেখেছেন সোনু। ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে অবস্থিত এই বিল্ডিং। মানিকন্ট্রোল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর বন্ধক রাখার এই চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা। রেজিস্ট্রেশনের ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে ১০ কোটি ঋণের জন্য। বন্ধক রাখা এই যাবতীয় সম্পত্তিগুলি সোনু এবং তাঁর স্ত্রী সোনালির নামে রয়েছে। সূত্রের খবর, এই ঋণ নাকি গৃহঋণের চেয়ে অনেক চড়া সুদেই নেওয়া হয়েছে।