লেখিকা রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁর জীবনী ‘আনফিনিশড’ সম্পর্কে অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি এই বইয়ের কভারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ২০১৮ সালে তিনি এই বইয়ের কথা ঘোষণা করেছিলেন। চলতি বছরের অক্টোবরে এই বইটি লেখা শেষ হয়েছে। ২০২১-এ আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে তাঁর প্রথম বই ‘আনফিনিশড্’। প্রিয়াঙ্কার বই হাতে নিয়ে ছবি শেয়ার হতেই ভক্তদের থেকে অভিনন্দন পান তিনি। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘’ নিজের লেখা প্রথম বই, অসাধারণ অনুভুতি। আমি দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে আছি, কবে আমার প্রথম বই প্রকাশিত হবে। প্রিয়াঙ্কা লিখেছেন- ‘আমি যখন প্রথমবারের মতো আমার বইটি হাতে পাবো তখন এই অনুভূতিই হবে…, এখন কেবল বইয়ের জ্যাকেটটি পেয়েছি তাই এটি সত্যই কেমন লাগবে তা দেখার জন্য আমি এটি একটি বইয়ের চারপাশে জড়িয়ে রেখেছিলাম। পরের মাসে প্রথম মুদ্রিত অনুলিপি পেতে অপেক্ষা করে আছি! বইটি প্রাক অর্ডার করুন বায়ো লিঙ্কে গিয়ে।’ এই বইতে প্রিয়াঙ্কার জীবনের কিছু অভিজ্ঞতার কথা লেখা রয়েছে। প্রিয়াঙ্কার সেই অজানা গল্প জানতে হলে পড়তে হবে ‘আনফিনিশড্’।