এক্কেবারে নতুন গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশের জনপ্রিয় লেখক মহম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে এই সিরিজ তৈরি করবেন সৃজিত। এসভিএফ এই ওয়েব সিরিজটি প্রযোজনা করছে। এই সিরিজের কথা প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। এবার সেই উৎসাহের অবসান ঘটলো। প্রকাশ্যে আনা হল ছবির অভিনেতা ও চরিত্রগুলির নাম ও লুক। ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'(রেক্কা)তে দেখা যাবে খ্যাতনামা অভিনেতা রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত এবং অনির্বাণ চক্রবর্তীর মত তারকাদের। পাশাপাশি বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ও থাকবেন এই সিরিজে। মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ওয়েব সিরিজে ‘নিরুপম চন্দা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল বোসকে। যে চরিত্রটি একটি গোয়েন্দার চরিত্র।যিনি এই অখ্যাত রেস্তোরাঁ সম্পর্কিত মামলায় নিখোঁজ ব্যক্তির বিষয়ে তদন্ত করবেন। আতর আলীর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অঞ্জন দত্ত। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ চক্রবর্তী।



