এক ফ্রেমে রাজ-শুভশ্রী-ইউভান

এক ফ্রেমে দেখা দিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী এবং ছোট্ট ইউভান। রাজ, শুভশ্রী এবং যুবনাকে এক ফ্রেমে দেখে টলি টাউনের প্রথম সারির দম্পতির অনুরাগীরা ভালবাসা জানাতে শুরু করেন। নতুন এই ছবি শেয়ার করেন শুভশ্রী। অভিনেত্রীর ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ওই ছবি।