ছোট থেকে বড় সকলের কাছে চেনা মুখ ‘শক্তিমান’। এক সময় এই ‘শক্তিমান’ ধারাবাহিকটি দেখার জন্য ছোট থেকে বড় সকলেই অধীর আগ্রহের সাথে টিভির সামনে অপেক্ষা করতেন। সোনি পিকচার্স নিয়ে আসছেন বড়পর্দায় ‘শক্তিমান’-কে। যা দেখার জন্য দর্শকরা আগ্রহী। ‘শক্তিমান’ ধারাবাহিকটি অভিনয় করতেন অভিনেতা মুকেশ খন্না। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ গতকালই ঘোষণা করলেন এইবার বড়পর্দায় দেখা যাবে ‘শক্তিমান’কে। তাঁর সাথে সাথে সোনি পিকচার্সও ঘোষণা করেন এই ছবির কথা।