কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে মহেশ ভাটের বিরুদ্ধে অনেক ক্ষোভ উগরে দেন লুভিয়েনা লোধ। মহেশ ভাটের ভাইপো সুমিত সাবারওয়ালের স্ত্রী লুভিয়েনা। তাঁদের ডিভোর্সের মামলা চলছে। সম্প্রতি তাঁকে তাঁর স্বামীর ফ্ল্যাট ছাড়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। ইনস্টাগ্রামের ওই ভিডিয়োতে তিনি বলেন যে, মহেশ ভাট এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন এবং ভাট পরিবারের সমস্ত বেআইনি কাজে সঙ্গ দেন তাঁর স্বামী সুমিত। ড্রাগের ব্যবসা এবং নারীপাচারের অভিযোগও আনেন তিনি ভাট পরিবারের বিরুদ্ধে। এবার এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন মহেশ ভাট ও মুকেশ ভাট। তাঁরা বলেন, “সম্প্রতি আমাদের বিরুদ্ধে একটা ভিত্তিহীন আর নোংরা ক্যাম্পেন শুরু হয়েছে, যেটি শুরু করেছেন লুভিয়েনা লোধ। তিনি এটাও দাবি করেছেন যে, তার স্বামী নাকি আমাদের ভাইপো। এই দাবিও সম্পূর্ণ মিথ্যে।” ভাট ব্রাদার্স তাঁদের স্টেটমেন্টে এটাও জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি যে সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। তাই লুভিয়েনার মতো আমরা কোনও পাবলিসিটি স্টান্ট করব না।” ভাটেদের দাবি যে, ডিভোর্সের পর এই ফ্ল্যাট এবং এক মোটা টাকার খোরপোষ পাওয়ার জন্যই এই নোংরামি শুরু করেছেন লুভিয়েনা।