টুইটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী কোয়েনা মিত্রের

অভিনেত্রী কোয়েনা মিত্র টুইটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। তাঁর অভিযোগ এই সোশাল মিডিয়া কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্ট আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে এবং তাঁর ফলোয়ারের সংখ্যা কমে যাচ্ছে অজান্তেই। কোয়েনার দাবি যে, তাঁর ফলোয়াররা জেনুইন । তিনি টাকা দিয়ে ভুয়ো ফলোয়ার কেনেন না। যারা কেনেন, তাদের ফলোয়ারদের কেন ব্যান করে না টুইটার ? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। ২০১৮ সাল থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ফলোয়ার হারিয়েছেন কোয়েনা, অভিযোগ তাঁর । তিনি বলেন, “এক রাতের মধ্যে দেখি তিনশো ফলোয়ার কমে গেছে । দশদিনে প্রায় দু’লক্ষ ফলোয়ারকে হারিয়েছি আমি ।” কোয়েনার ধারণা যে, তাঁর রাজনৈতিক মন্তব্যকে দমিয়ে রাখতেই টুইটার এই ধরনের আচরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রোফাইলকে ফলো করেন। কোয়েনা বললেন, “আমায় অনেক ফলোয়ার মেসেজ করেছেন, ফোন করেছেন অভিযোগ জানাতে। তারা নাকি আমার কোনও টুইট দেখতে পাচ্ছে না। কখনও কখনও আমার প্রোফাইলটাই খুঁজে পাচ্ছে না। ওদের ব্যান করে দেওয়া হচ্ছে কোনও কারণ ছাড়াই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *