দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে গতকাল ফলাফল চলেই এলো। জি টিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ যেখানে ১৬জন সদস্যকে নিয়ে শুরু হয়েছিল যাত্রা। শো-তে বিচারকের ভূমিকায় রয়েছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং শঙ্কর মহাদেবন। শুধু তা নয় ৩২জন সদস্য থাকেন গ্র্যান্ড জুরির ভূমিকায়। গতকাল রাতে এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিজয়ী হলেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা নীলাঞ্জনা রায়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে রাজশ্রী বাগ এবং শারদ শর্মা। এই শো-তে এক অসামান্য ভূমিকায় রয়েছেন আদিত্য নারায়ণ, যিনি তাঁর অসামান্য সঞ্চালনায় মাতিয়ে রেখেছিল সকলকে।