বড়পর্দায় এবার জুটি বাঁধতে চলেছে সারা-বিক্রান্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসি। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘গিনি ওয়েডস সানি’, ’১৪ ফেরে’ র মতো ছবিতে। সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘লভ হোস্টেল’ মুক্তির পেয়েছে। তাঁর আগামী ছবি ‘গ্যাসলাইট’-এ অভিনেতা বিক্রান্ত মেসিকে দেখা যাবে সারা আলি খানের বিপরীতে। এই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের।