সোমবার ‘জওয়ান’ নির্মাতারা হাজির ছবির প্রথম গান নিয়ে। সঙ্গীতশিল্পী অনিরুধ রবিচন্দরের পরিচালনায় প্রকাশ্যে এল ছবির প্রথম গান ‘জিন্দা বন্দা’। ফের একবার অনুরাগীদের মন ছুঁলেন বাদশাহ। একদিকে এক হাজার জন মহিলা নৃত্যশিল্পী, তাঁদের এনার্জি আর তার সঙ্গে তাল মিলিয়ে অভিনেতা শাহরুখ খানের অতুলনীয় এনার্জি ও আকর্ষণীয় ডান্স মুভস। এদিন সকালেই অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করেন, যে ঠিক ১২টা ৫০ মিনিটে মুক্তি পাবে ‘দ্য সাউন্ড অফ জওয়ান’। ঠিক কথা মতই ১২টা ৫০ মিনিটে মুক্তি পেয়েছে গানটি।