‘ওহ মাই গড ২’ -এর নতুন গান ‘হর হর মহাদেব’-এ নতুন লুকে দেখা গেল অক্ষয় কুমার-কে। মহাদেবের লুকে মাথায় জটা ও গায়ে ছাই নিয়ে হাজার মানুষের সঙ্গে তাণ্ডব নৃত্যে মেতে উঠেছেন তিনি। ।এই গানটির গায়ক ও সঙ্গীত পরিচালনাক বিক্রম মন্ত্রস। গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচারিয়া।