মুক্তি পেল রোহন সেনের পরিচালনায় ছবি ‘অপরাজিতা’র ট্রেলার। ছবিতে অভিনয় করতে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায় ও তুহিনা দাসকে। ছবিটি এক বাবা মেয়ের সম্পর্কের টানাপড়েনের গল্প। বাবার ভূমিকায় অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়। বাস্তবে সম্পর্কের এক কঠিন কাহিনী নিয়ে আসছে পরিচালক রোহন সেনের ছবি ‘অপরাজিত’। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১১ই মার্চ। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য্য এবং গেয়েছেন অনুপম রায় ও অমৃতা দে।