একই ফ্রেমে দেখা যাবে বিরুষ্কাকে কিন্তু কোনও ছবিতে নয় বিজ্ঞাপনে। শুটিং-এর ফাঁকেই ক্যামেরাবন্দী হল জনপ্রিয় জুটি বিরাট-অনুষ্কা। তবে শুটিং সেরে তাঁরা ক্যামেরার সামনে আসে। অনুষ্কা পড়েছিলেন হালকা একটি সালোয়ার কামিজ এবং বিরাটকে দেখা গিয়েছিল নীল রঙের পাগড়িতে। আবার দেখা যাবে বিজ্ঞাপনে তাদের জুটিকে।