কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপড়ের নতুন ছবি ‘কৌন প্রবীণ তাম্বে’র পোস্টার। বৃহস্পতিবার মুক্তির পেল ছবির ট্রেলার। এর আগে অভিনেতা ‘ইকবাল’ নামক ছবিতে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছিলেন। আবার তাঁকে দেখা যাবে অন্য কাহিনী নিয়ে তৈরি প্রবীণ তাম্বের বায়োপিকে। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করেছেন অভিনেতা। আগামী ১লা এপ্রিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পেতে চলেছে ছবিটি। অভিনেতা শ্রেয়স তলপড়ে ছাড়াও ছবিতে রয়েছেন, আশীষ বিদ্যার্থী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জলী পাতিল প্রমুখেরা।
https://www.instagram.com/tv/Ca6PY7_g9gK/?utm_source=ig_web_copy_link