এবার বড়পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র ও রশ্মিকা মন্দানাকে। আসতে চলেছে সিদ্ধার্থ-রশ্মিকা অভিনীত নতুন ছবি ‘মিশন মজনু’। নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে সে খবর জানালেন অভিনেতা। তাছাড়া, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টারসহ মুক্তির তারিখ ঘোষণা করেন। আগামী ১০ই জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শান্তনু বাগচি পরিচালিত ছবি ‘মিশন মাজনু’।