সালটা ১৯৯৯। এই দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। আইসি এইটওয়ানফোর বিমানে ওমর সইদ-সহ কিছু সন্ত্রাসবাদীর মুক্তির দাবিতে কাঠমান্ডু থেকে দিল্লিগামী একটি ফ্লাইট হাইজ্যাক করার ঘটনা। আফগানিস্তানের কন্দহরে অবতরন হওয়ার আগে বিভিন্ন জায়গায় চক্কর কাটে বিমানটি। এবার সেই ঘটনাকে অবলম্বন করেই তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। এই ঘটনা অবলম্বন করে ইন্ডিয়ান এয়ারলাইনসের সেই বিমানের ক্যাপ্টেন দেবী শরণ লিখেছেন ‘ফ্লাইট ইনটু ফিয়ারঃ দ্য ক্যাপ্টেন’স স্টোরি’ বইটি। সিরিজটি তৈরি হবে সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে। এই সিরিজটিতে অভিনয় করতে পারেন কবীর খান এমনটাই শোনা যাচ্ছে।