প্রখ্যাত পরিচালক শ্রী নারায়ণ সিংহের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। অভিনেতাকে পূর্বে অ্যাকশন ধর্মী ছবিতেই বেশি দেখা গিয়েছে। এই প্রথম তাঁকে দেখা যাবে অন্য রকম চরিত্রে অভিনয় করতে। অভিনেতাকে দেখা যাবে শের সিংহ রানার বায়োপিকে। পরিচালক শ্রী নারায়ণ সিংহের পরিচালনায় অক্ষয় কুমার ও ভূমি পেডনেকরের অভিনীত অন্যতম ছবি ‘টয়লেট এক প্রেম কথা’, যা দর্শকমহলে ভালোই সাড়া ফেলেছিল। তাই পরিচালকের পরবর্তী ছবি নিয়ে অনুরাগীরা বেশ আগ্রহী রয়েছেন।