এবার দুষ্টু-মিষ্টি কলেজ প্রেমের গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবির নাম ‘প্রেম টেম’। মুক্তি পেল ছবির ট্রেলার। ট্রেলারে উঠে এল পাবলোস আরশি আর রাজি-র গল্প। ”এমনিতে আরশি ভারী মিষ্টি মেয়ে।” নোটের আদানপ্রদান করতে গিয়ে ফাঁকা ক্লাসরুমে কাছাকাছি আসতে চায় দুটি ঠোঁট। যা চোখে পড়ে যায় কলেজের সিনিয়ারদের। ব্যাস, চুম খাওয়া তো হলই না, উলটে মহা ফাঁপড়ে পড়ে যায় ‘পাবলো’ আর ‘আরশি’। প্রিন্সিপালের ধমক খেয়ে আরশি ভ্যাঁ করে কেঁদে ফেলে। তারই মাঝে এন্ট্রি হয় রাজি-র। সে কিন্তু আবার আরশির মত মিষ্টি আর লাজুক নয়। অল্পস্বল্প ‘টমবয়’ স্বভাবের। তবে রাজির কথায়, ”দুনিয়ায় সবথেকে পাওয়ারফুল খিস্তি ভালবাসা” তবে পাবলো-রাজির ভালোবাসার মধ্যেও এন্ট্রি নেয় আরেকজন, নাম খগেন। না, তৃতীয় পুরুষ নয়, এটা রাজির পোষ্য। পাবলো-রাজির প্রেমটা যখন গদগদ, ঠিক তখন আবারও ফিরে এল আরশি। এরপএরেই গল্পে আসে টুইস্ট। আরশি নাকি রাজি, কাকে বেছে নেয় পাবলো! ত্রিকোণ প্রেমের গল্পকেই নতুন মোড়কে সামনে এনেছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। সৌজন্যে ‘প্রেম টেম’। বাকি গল্পটা ছবি মুক্তির পর জানা যাবে। ‘প্রেম টেম’ প্রযোজনা করেছে এসভিএফ। ছবিতে উপরি পাওয়া শান্তনু মৈত্র, অনুপম রায় , প্রসেন ও শিবব্রত বিশ্বাসের সুরে বেশ কয়েকটি গান। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌম্য, সুস্মিতা ও শ্বেতাকে। ছবিটি মুক্তি পাবে নতুন বছরে ফেব্রুয়ারিতে।