বেবি লিও-র সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনে কৌশানি

ছোট্ট শিশুকে কোলে নিয়েই ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘জিঙ্গল বেল’ গান। নিজের বাড়ির ছাদেই ছোট্ট শিশুটিকে নিয়ে মজা করতে দেখা গেল অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে। শিশুটিকেও কৌশানির কোলে দিব্যি আনন্দে থাকতে দেখা গেল। কৌশানির পোস্ট থেকে জানা যাচ্ছে এই শিশুটির নাম ‘লিও’। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন, ‘মেরি ক্রিসমাস ইন অ্যডভান্স উইথ বেবি লিও’। প্রসঙ্গত, কৌশানির সঙ্গে যে শিশুটিকে দেখা যাচ্ছে সে হল অভিনেত্রী বোনের ছেলে।