করোনাকালে মাস্ক পড়া এখন নিউ নর্মাল। আর তাই অভিনব এক মাস্ক পড়লেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। হীরের মাস্ক পরেছেন তিনি। আর সেই ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রাম প্রোফাইলে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। নানা ছবি ও ভিডিও আপলোড করে থাকেন। এবার হীরের মাস্ক পরে নজর কাড়লেন। মাস্কের মাঝখানটি কাঁচ দিয়ে ঢাকা বলেই মনে হচ্ছে। বাকি অংশ পুরোটাই নকশা করা হীরে দিয়ে মোড়া রয়েছে। যার দ্যুতি ঠিকরে পড়ছে। ভিডিওর ক্যাপশনে রসিকতা করে অভিনেত্রী লিখেছেন, “সম্পূর্ণ মুখের জন্য হীরের মাস্ক। উফফ বড্ড ভারি! দোষ দেবেন না প্লিজ।”