সিরিয়াল কিলার ধরার দায়িত্বে আসছেন মীরা চোপড়া

এক সিরিয়াল কিলারের গল্প নিয়ে আসতে চলেছে ক্রাইম থ্রিলার ‘ট্যাটু মার্ডারস’। পরিচালক শ্রাবণকুমার তিওয়ারির নতুন এই ওয়েব সিরিজে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন মীরা চোপড়া। ‘ট্যাটু মার্ডারস’ নিয়ে যাবে অপরাধ জগতের অলি-গলিতে। মুম্বইয়ের লাল আলোর দুনিয়া, একের পর এক খুন– সব উঠে আসবে ‘ট্যাটু মার্ডারস’-এ। সাতটা এপিসোড নিয়ে তৈরি হচ্ছে এই ‘ট্যাটু মার্ডারস’। সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছেন তনুজ ভিরওয়ানি।নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি তনুজ। তিনি বলেন, “আমি এই চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে আছি। শ্রাবণ স্যর যেদিন আমায় চিত্রনাট্য শুনিয়েছিলেন সেদিনই আমার দারুণ লেগেছিল। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। আমি এর আগে নেগেটিভ চরিত্রে অভিনয় করিনি। এটাই আমার প্রথম।” এক সিরিয়াল কিলার যে কিনা শুধুমাত্র মহিলাদেরই খুন করেন। সিরিয়াল কিলারের খোঁজে আসেন মহিলা পুলিশ অফিসার মীরা চোপড়া। প্রত্যেকটা খুনের কিনারা করেন তিনি। খুনিকে বের করার এক জেদ পেয়ে বসে তাঁকে। অপরাধ জগৎ তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা করে সেই দাগী খুনিকে। কীভাবে সে খুনিকে খুঁজে পায় তা নিয়েই এই ওয়েব সিরিজ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কুলভূষণ খারবান্দা। প্রযোজনায় রাজু রায়সিঙ্ঘানিয়া। ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে ডিজনি+হটস্টারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *