গত মাসে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার একটি গ্রামে বিধ্বংসী আগুন লাগে। বহু মাটির বাড়ি পুড়ে যায়। গ্রামের মানুষের অনেকেই অগ্নিদগ্ধ হন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেই সময় অরুণাচল প্রদেশে ‘ভেড়িয়া’-র শুটিং করছিলেন বরুণ ধাওয়ান। শুটিংয়ে বরুণের সঙ্গে গিয়েছিলেন তাঁর স্ত্রী নাতাশাও। তিরাপ জেলার অগ্নিদগ্ধদের ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দিলেন বরুণ এবং তাঁর স্ত্রী নাতাশা। স্বাভাবিকভাবেই খুশি গ্রামের মানুষরা। বরুণদের এই সাহায্যে উপকৃত হয়েছেন বহু অগ্নিদগ্ধ মানুষ। তাঁরাও বরুণ-নাতাশাকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানান। গ্রামের মানুষ সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ছবিতে দেখা যায় অরুণাচল প্রদেশের নিজস্ব পোশাক পরে বরুণ এবং নাতাশা সেই সম্বর্ধনা অনুষ্ঠানে গিয়েছেন।