এবার ‘ব্রাদার অফ দি নেশন’ হলেন সোনু সুদ

শুধু মাত্র অভিনয়ই নয়, সমাজসেবা মুলক কাজের জন্যও সোনুর সুখ্যাতি আছে ৷ করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাসে, ট্রেনে , বিমানে করে বাড়ি ফেরানোর জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তিনি৷ রয়েছে অনলাইলে পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া ৷ কখনও বা জুগিয়েছেন চিকিৎসার খরচ ৷ আর এইসব কাজই সোনুকে ভক্তদের মনে জায়গা করে দিয়েছে৷ তেলেঙ্গালায় তাঁকে সম্মান জানাতে তৈরী হয়েছে মন্দিরও ৷ তাঁর এইসব কাজকেই সম্মান জানাতে ভারতীয় বেসরকারী এক বিমান সংস্থা তাদের বিমানের গায়ে সোনু সুদের ছবি ব্যবহার করে ৷ সোমবার সেই বিমানের প্রথম আকাশে ওড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনু ৷ পোষ্টটি করে অভিনেতা লেখেন ,”আকাশে বিমানটিকে উড়তে দেখে,আমার মনে হচ্ছে জীবনে নিশ্চয় সঠিক কিছু করেছি৷” এই ছবি পোষ্ট করতেই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স ৷ কেউ কেউ গান্ধিজী এবং সোনুর ছবি একসঙ্গে করে লিখেছেন গান্ধিজী যদি ‘ফাদার অফ দি নেশন’ হন তাহলে সোনু সুদ ‘ব্রাদার অফ দি নেশন’ ৷

जब देखा इसे आसमान में तो लगा जीवन में कुछ तो सही किया होगा।

Posted by Sonu Sood on Monday, 5 April 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *