তিলোত্তমায় এসে গরীব ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ ঘোষণা করলেন বিবেক ওবেরয়

কলকাতায় এসে এক বড়সড় ঘোষণা করলেন বিবেক ওবেরয়। কোভিডিয়া নামে একটি স্কলারশিপ-এর ঘোষণা করতে কলকাতায় এসেছিলেন বিবেক। আই স্কলার নলেজ সার্ভিসেস-এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই স্কলারশিপ। আই স্কলার নলেজ সার্ভিসেস একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এর অন্যতম কর্ণধার বিবেক ওবেরয়। গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের ১৬ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এই বিষয়টির অন্যতম উদ্যোক্তা বিবেক। মেধা ও অর্থনৈতিক অবস্থা অনুযায়ী, ঠিক করা হবে স্কলারশিপ-এর মূল্য। বুধবার-এর এই ঘোষণার অনুষ্ঠানে খোশ মেজাজে পাওয়া গেল নায়ককে। ভাগ করে নিলেন নিজের ছোটবেলারল, ছাত্রজীবনের বিভিন্ন সব কথা। নস্ট্যালজিক হয়ে উঠলেন বিবেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *