প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে রাজা চন্দকে। পরিচালক নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ ‘কাটাকুটি’। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখ যাবে সৌরভ দাসকে। ছয়টি পর্ব নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। ওয়েব সিরিজ ‘কাটাকুটি’-তে দেখা যাবে মানসী সেনগুপ্ত, দেবতনু, অভিজিৎ গুহ, পিয়ান সরকার, জ্যামি, সিরষা রক্ষিত, বিপ্লব বন্দোপাধ্যায়ের মতো অভিনেতাদেরও। ছবি ‘কাটাকুটি’র হাত ধরেই এই প্রথম ওয়েব সিরিজের জগতে পা রাখলেন ছোটপর্দার অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
https://www.instagram.com/tv/CauJUi_gVeK/?utm_source=ig_web_copy_link