করোনা ভাইরাস কেড়ে নিল মার্কিন অভিনেতা মার্ক ব্লাম-এর প্রাণ। ৬৯ বছর বয়সে মারা গেলেন করোনা আক্রান্ত মার্ক। মার্কের স্ত্রী জেনেট জারিস খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমার স্বামী ২৫ মার্চ মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’ ‘স্ক্রিন অ্যাকটর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ সংঘের বোর্ড সদস্য ছিলেন মার্ক ব্লাম। এই সংঘের নির্বাহী সহ-সভাপতি রেবেকা ড্যামন মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানানোর জন্য লিখছি, আমাদের বন্ধু ও বোর্ডের প্রাক্তন সদস্য মার্ক ব্লাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি স্ক্রিন অ্যাকটর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট সংঘের একজন নিবেদিত বোর্ড সদস্য ছিলেন। ২০০৭-২০১৩ সাল পর্যন্ত তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যারা তাকে পেয়েছেন নিশ্চিত এই প্রতিভাবান অভিনেতা, দক্ষ শিক্ষক, বন্ধু, চমৎকার মানুষের সঙ্গে তাদের অসংখ্য সুখস্মৃতি লাভের সৌভাগ্য হয়েছে।’ ‘লস্ট ইন ইয়ঙ্কার্স’, ‘দ্যা বেস্ট ম্যান’, ‘সেন্ট এল্সহোয়্যার’ বা ‘লাভসিক’-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের । মার্কের সাম্প্রতিক কাজ, অ্যামাজন প্রাইমের ‘মোৎজার্ট ইন দ্য জাঙ্গল’ ও নেটফ্লিক্সের ‘ইউ’।
It is with such deep sorrow that I’m writing to share the news that our friend and former board member Mark Blum has passed away as a result of complications from the coronavirus. Mark was a dedicated Screen Actors Guild and SAG-AFTRA board member serving from 2007-2013, pic.twitter.com/aA3yPfOwh7
— Rebecca Damon (@RebeccaDamonNYC) March 26, 2020