বিপদে পড়লে বা সংকটের সময়ে মানুষের মনে অনেক রকম উপলব্ধি হয়। মানুষ এমন অনেক কিছু বুঝতে পারেন, যা এমনই সময়ে বুঝতে পারেন না। ঠিক এমনই উপলব্ধি গ্রাস করেছে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। নিজের মনের এই উপলব্ধির কথা ইনস্টাগ্রামে সকলের সঙ্গে শেয়ার করলেন বিরাট পত্নি। ইনস্টাগ্রামে স্বামী ও পোষ্যর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, তাঁর উপলব্ধির কথা। তবে পোস্টের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। লেখেন, “সব কালো মেঘেই রুপোলি রেখা থাকে। সবচেয়ে খারাপ সময় মনে হলেও এই সময়ই আমাদের জীবনকে সদর্থক করে তুলতে পারে। আমাদের এমন সব বিষয়ের সঙ্গে যুঝতে হচ্ছে যার থেকে এতদিন আমরা পালিয়ে বেড়িয়েছিলাম। হয়তো ব্যস্ততার কারণে অথবা ব্যস্ততার কথা বলে।”এই সময় অনেক কিছু বুঝতে সাহায্য করছে বলেও তাঁর মত। লেখেন, “জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ কী, তা বুঝতে সাহায্য করছে। আমার কাছে খাবার, জল , ছাদ ও পরিবারের সদস্যদের সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা বাদে বাকি সব অতিরিক্ত।” তিনি ও তাঁর পরিবার যেমন ভালোই আছেন তেমন অনেকেই আছেন যাঁরা লকডাউনের কারণে সমস্যায় পড়েছেন। একথা স্বীকার করে তিনি লেখেন, “আমাদের কাছে যেটা প্রাথমিক চাহিদা সেটা সবার কাছে প্রাথমিক চাহিদা নয়। যারা শুধু কয়েকটা জিনিসের জন্য সারা জীবন লড়াই করে। আমি সেই পরিবারগুলোর জন্য সবসময় প্রার্থনা করি। সবাই যেন সুরক্ষিত থাকে।” তাঁর সাধ্যমতো সাহায্য করতেও চান বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই দম্পতি পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন। এর আগে ভিডিয়ো শেয়ার করে বিরাটের সঙ্গে কোরোনা নিয়ে সচেতনও করেছেন অনুষ্কা।