নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ৷ সেখানে সাধারণ মানুষের পাশাপাশি পা মিলিয়েছেন তারকারাও। তবে সেই পা মেলানোর ফলে এবার কাজ হারাতে হল অভিনেতা সুশান্ত সিং-কে। নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়৷ ক্যাম্পাসে ঢুকে পুলিশ পড়ুয়াদের ওপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস প্রয়োগ করে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও জামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ান। পাশে দাঁড়ান সাধারণ মানুষও৷ তেমনই এক বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন অভিনেতা সুশান্ত সিং৷ ১৬ ডিসেম্বর মুম্বইয়ের রাস্তায় চলে এই প্রতিবাদ কর্মসূচী৷ সেখানে তিনি ছাত্রদের সমর্থনে বক্তব্যও রাখেন৷ তারই জেরে জনপ্রিয় ধারাবাহিক থেকে বার করে দেওয়া হয় অভিনেতাকে৷ তবে সুশান্তের মতে এটা খুবই ছোট একটা বিষয়৷ দেশের নাগরিক হিসেবে সত্যি কথা বলার বা তিনি যা সঠিক মনে করছেন তা নিয়ে মুখ খোলার অধিকার রয়েছে তার৷ তাই তাকে সত্যি কথা বলা থেকে কেউ আটকাতে পারবে না, এমনই মত অভিনেতার৷ তাই কাজ খোয়ানো নিয়ে কোনও আক্ষেপ নেই তার৷ টুইট করে কাজ খোয়ানোর কথা জানান সুশান্ত নিজেই। তিনি লিখেছেন, ‘সাবধান ইন্ডিয়ায় আমার দিন শেষ হল৷’
And, my stint with Savdhaan India has ended.
— सुशांत सिंह sushant singh سوشانت سنگھ (@sushant_says) December 16, 2019
#MumbaiProtest #IndiaAgainstCAB #CABAgainstConstitution pic.twitter.com/kIa5aQTCA3
— 🆂🅰🅽🅹🆄 🆃🅷🅰🅺🆄🆁 (@dusnumberi_sanj) December 16, 2019