তিনজন নারীর জীবনদর্শন দেখাবে ‘গুলদস্তা’, প্রকাশ্যে ফার্স্ট লুক

প্রথম ছবি ‘অব্যক্ত’-র সাফল্যের পর পরিচালক অর্জুন দত্ত ব্যাস্ত হয়ে পরেছেন তাঁর পরের সিনেমা নিয়ে। অর্জুনের দ্বিতীয় ছবি ‘গুলদস্তা- গল্প একই, মুহূর্ত অনেক’-এর কাজ চলছে জোরকদমে। ছবিটি নারীকেন্দ্রিক। সম্প্রতি সামনে এসছে ছবির ফার্স্টলুক।  এই ছবিতে তিনজন নারীর গল্প দেখানো হবে। এই তিন নারী চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। জীবনের নানা ওঠাপড়া ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবির গল্প। এই তিনটি প্রধান নারি চরিত্রের নাম ডলি, রেণু ও শ্রীরূপা। তিনজন সমাজের তিনটি স্তরের বাসিন্দা। তিনজনের জার্নিই ছবির প্রধান দিক। তিনজনের জীবনেই আলাদা ক্রাইসিস। কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে এসে তারা তিনজনে ইন্টারলিংকড। ছবিতে এক রাজস্তানি নারী ডলি বাগরির চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পরনে সিন্থেটিক শাড়ি, হাতে ঝোলা ব্যাগ, হাতে কাঁচের লাল চুড়ি, মাথায় কাঁচাপাকা চুল। গুলদস্তার লুকে এভাবেই চমক দিলেন স্বস্তিকা।  তাঁর লুক টেস্টের ছবিতে তাঁর হাতে ব্যাগ দেখে চরিত্রটি কিছুটা অনুমান করা যায়। ছবিতে সেলসগার্লের চরিত্রে দেখা যাবে তাঁকে, যাঁর সদা হাস্যমুখ। শ্রীরূপার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। অর্পিতা চট্টোপাধ্যায় এক আপার মিডিলক্লাস হাউজ ওয়াইফের বেশে দর্শকের সামনে আসবেন। শান্ত ও মিষ্টি স্বভাবের গৃহবধূ তিনি। তাঁর স্বামী অর্ণবের চরিত্রে দেখা যাবে ইশান মজুমদারকে। অর্পিতার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন ইশান। ইশানের সঙ্গে রয়েছে আরও অন্য একটি চরিত্র। অর্ণবের অফিস কলিগের চরিত্রে রিয়া ওরফে অনুরাধা মুখোপাধ্যায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে রেণুর চরিত্রে। এক সাধারণ গৃহবধূর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে। বিশেষ অতিথি হিসেবে ছবিতে থাকবেন তিনি। তাঁদের ছেলে টুকাইয়ের চরিত্রে দেখা যাবে অব্যাক্ত খ্যাত অনুভব কাঞ্জিলালকে। মা ছেলের সম্পর্কের সমীকরণই ফুটে উঠবে রেণু ও টুকাইয়ের মাধ্যমে। ছবির সঙ্গীত পরিচালনায় সৌম্য ঋত। এপ্রিলে মুক্তি পাবে ছবির ট্রেলার, তার আগে প্রকাশ্যে আসবে ছবির গান। ছবি সম্পর্কে অর্জুন বলেন, ‘অব্যক্ত আমার প্রথম বড় ছবি। সেই ছবিতে অর্পিতাদি আছেন। এবং অসাধারণ কাজ করেছেন। অর্পিতাদি দারুণ হেল্পফুল। এই ছবিতেও তিন নারীর একজন হলেন অর্পিতা চট্টোপাধ্যায়। অন্যজন দেবযানী চট্টোপাধ্যায়। বলতে পারেন দেবযানীদি আমার লাকি চার্ম। আমার শর্ট ফিল্ম ‘দ্য সিক্সথ এলিমেন্ট’-এও দেবযানীদি ছিল। আর একজন আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। খুব ইচ্ছে ছিল ওঁর সঙ্গে কাজ করার। আশা করছি এবারে হচ্ছে’। সব ঠিক থাকলে ২৪ এপ্রিল গুলদস্তা মুক্তি পাবে।

https://www.facebook.com/photo.php?fbid=10216095075471623&set=a.10202334409383571&type=3&theater

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *