গান্ধিজির ১৫০ বছর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাসভবেন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । বি টাউনের একাধিক ব্যক্তিত্ব ছিলেন সেখানে । মোদির সঙ্গে ছবিও তোলেন তাঁরা । গান্ধিজির আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে বলিউডকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলিউডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন তিনি । ছিলেন শাহরুখ খান, আমির খান, সোনম কাপুর, কঙ্গনা রানাওয়াতের মতো অভিনেতারা । অন্যদিকে তেলুগু প্রযোজক দিল রাজু উপস্থিত ছিলেন সেখানে । তবে তিনি ছাড়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির আর কোনও প্রতিনিধিকেই সেখানে দেখা যায়নি । বিষয়টিকে ভালো ভাবে নেননি উদ্যোগপতি ও অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি । তাঁর মতে, কোথাও যেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অবহেলিত হচ্ছে । এরপরই নিজের মনের কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন উপাসনা ।নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি লিখেছেন, “নরেন্দ্র মোদিজি আমরা ভারতের দক্ষিণ অংশের বাসিন্দারা আপনাকে শ্রদ্ধা করি । আর প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে পেয়ে আমরা গর্বিত । তবে আমাদের মনে হয় ওই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করা ব্যক্তিত্বরা শুধুমাত্রই বলিউডের মধ্যে সীমাবদ্ধ ছিলেন । দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে অবহেলা করা হয়েছে । এর জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমি আশাবাদী ।”