১৯৩৪ সালে হিমাংশু রায়, স্টুডিওর কনসেপ্ট উদ্ভাবন করেন দেবিকা রানির সঙ্গে। গডেস, দ্য লাইট অফ এশিয়া, সিরাজ, আ থ্রো অফ ডাইস-এর মতো বহু ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একটি ওয়েবসিরিজে হিমাংশু রায়ের চরিত্রের জন্য নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব গিয়েছে। এমন চরিত্র যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, তা আশা করা যায়। বলিউডে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েবসিরিজ ‘সেক্রেড গেমস’-কে এখনও টেক্কা দিতে পারেনি কেউ। তিনিই এবার বলিউডের এক অত্যন্ত নামী প্রযোজনা সংস্থার হয়ে নতুন ওয়েবসিরিজে হাত দেবেন বলে খবর। ওয়েবসিরিজের নাম ‘স্টারডাস্ট’। শোনা যাচ্ছে যে প্রেক্ষাপট তুলে ধরা হবে এই ওয়েবসিরিজে সেটি দেশ স্বাধীন হওয়ার সময়কাল। সে কারণেই ভারতের যেসব শহরের কিছু লোকেশন এই সময়কাল তুলে ধরার জন্য উপযুক্ত, তেমন শহরে রেকি শুরু হয়েছে ওয়েবসিরিজের জন্য। ডিসেম্বরের গোড়ায় কলকাতা শহরেও রেকি হতে পারে। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ওয়েবসিরিজে থাকার বিষয়টি বাংলার দর্শকের জন্য সত্যিই বড় বিষয়। এই খবর সত্যি হলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ২০২০-র বাংলা ছবির শিডিউলেও কিছু পরিবর্তন হতে পারে। মানে বাংলা ছবির পরিচালকদের অপেক্ষা বাড়বে নায়কের ডেট পাওয়ার জন্য। যদিও আগামী পুজোয় তাঁর কাকাবাবু সিরিজের ছবি আসছে বলে, প্রযোজনা সংস্থার থেকে নিশ্চিত করা হয়েছে। এই ওয়েবসিরিজের বিষয় ভারতীয় লেজেন্ড রাজ কাপুর আর অশোক কুমারের দ্বন্দ্ব। ফলে খুব স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের কাছে এই ওয়েবসিরিজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। যদিও ওয়েবসিরিজে শোনা যাচ্ছে সরাসরি এই লেজেন্ডদের নাম করা হবে না। একটি ফিকশনাল ওয়েবসিরিজ এটি।