বহু বিতর্কের পর অবশেষে মুক্তি পেল ‘গুমনামি’-র ট্রেলার। বাংলা এবং হিন্দি দুই ভাষায় মুক্তি পেয়েছে ট্রেলারটি । ট্রেলারে দেখানো হয় মুখার্জি কমিশনের অধিবেশন চলছে । সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে পরামর্শ দিতে দেখা যায় যে ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি সুভাষ বোসের। এসবের প্রমাণও তিনি দিতে পারবেন বলে দাবি করেন । শুধু আকর্ষণীয় দৃশ্য নয়, ট্রেলারে নেতাজির রেজিমেন্টাল কুইক মার্চ ‘কদম কদম বাড়ায়ে যা’-কে ব্যাকগ্রাউন্ড সাউন্ডট্র্যাক হিসেবে ব্যবহার করা হয় । অনির্বাণের এইভাবে বোসের বিষয়ে কথা বলায় কমিশনের তরফে প্রশ্ন করা হয় তিনি কোন রাজনৈতিক দলের সদস্য । উত্তরে তিনি জানান, তিনি নেতাজির আজাদ হিন্দ ফৌজের সদস্য । এসভিএফ প্রযোজিত এই থ্রিলারে গুমনামি বাবাকে ঘিরে তৈরি মিথকে আবিষ্কার করা হয়েছে । গুজব ছড়ায় ১৯৭০-র সময়ে উত্তরপ্রদেশে গুমনামি বাবার ছদ্মবেশে লুকিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে আসছে পুজোর সময়।