মুক্তির আগেই ‘থাপ্পড়’-কে আগামী তিন মাসের জন্যে এসজিএসটি ছাড় দিল মধ্যপ্রদেশ রাজ্য সরকার। চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পেতে চলেছে অনুভব সিনহা পরিচালিত ‘থাপ্পড়’। তাপসী পান্নু অভিনীত এই ছবিতে গার্হস্থ্য হিংসার নানা দিক তুলে ধরা হয়েছে। এই ছবিতে তাপসীকে দেখা যাবে উচ্চ মধ্যবিত্ত পরিবারের উচ্চ শিক্ষিত নারীর ভূমিকায় যাঁকে বাধ্য করা হয় স্বামী গায়ে হাত তোলার পরও তাঁর সঙ্গে সংসার টিকিয়ে রাখতে। ইতিমধ্যে ফিল্ম সমালোচকদের থেকে মুক্ত কন্ঠে প্রশংসা পেয়েছে ‘থাপ্পড়’। এখন অপেক্ষা দর্শকের প্রতিক্রিয়ার। রাজ্যের প্রত্যেক সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সকে নির্দেশ দেওয়া হয়েছে ছবির টিকিটের উপর এসজিএসটি চার্জ না করতে। বর্তমানে ছবির টিকিটের উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। তারমধ্যে ৯ শতাংশ থাকে রাজ্যের ভাগ। ছবির বিষয়বস্তু এবং এর মাধ্যমে সমাজের কাছে যে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাকে কুর্নিশ জানাতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কমার্শিয়াল ট্যাক্স দফতরের এক উচ্চ পদস্থ আধিকারিক।