দীর্ঘদিন পর ফের রাজনীতিতে নামছেন সঞ্জয় দত্ত। গতকাল সকাল থেকে রাষ্ট্রীয় সমাজ পক্ষের প্রধান মহাদেব জানকারের কথার জেরে এমনই খবর ছড়িয়ে ছিল দেশজুড়ে। ১৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রবিবার জানকার জানান, ‘অভিনেতা সঞ্জয় দত্ত আরএসপি-তে যোগ দিতে চলেছেন। তবে তারিখ নিয়ে কিছু সমস্যা রয়েছে। সঞ্জয় সেই কারণে তারিখ মিস করেছেন। সেই জন্য তাঁর দলে অন্তর্ভুক্তি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে।’ তিনি আরও জানান, সঞ্জু বাবা এখন আছেন দুবাইতে। সভায় ৬০ বছরের অভিনেতার একটি ভিডিয়োও দেখানো হয়। ভিডিয়োয় জানকারকে বন্ধু ও ভাই বলে দাবি করেছেন মুন্নাভাই। তিনি আরএসপি-র প্রতিষ্ঠা দিবসে জানকারকে শুভেচ্ছাও জানান। কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢাললেন সঞ্জয় দত্ত নিজে। এ প্রসঙ্গে সঞ্জয় দত্তের অবশ্য দাবি, ‘আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। মিস্টার জানকার আমার খুব ভালো বন্ধু ও শুভাকাঙক্ষী। তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’