নতুন পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পত্নি রাফিয়াত রশিদ মিথিলা। ৬ ডিসেম্বর ২০১৯ সৃজিতের কলকাতার বাড়িতেই বিয়ে সারেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়েরা। বিয়ের পরদিনই যুগলে উড়ে যান জেনিভায়। সেখানকার বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন সারেন। এরপরই তাঁরা উড়ে যান গ্রিসে। হানিমুন পর্ব সেরে দুজনেই ফিরেছেন কাজে। সৃজিত ব্যস্ত তাঁর ফেলুদা ফেরতের শ্যুটিং নিয়ে। তবে ব্যস্ততার মধ্যেও বড়দিন আর নিউইয়ার একসঙ্গে কাটালেন তাঁরা। আর তাঁদের সবসময়ের সঙ্গী মিথিলার মেয়ে আইরা। আইনি বিয়ের প্রায় একমাস হতে চলল। আর তার আগেই মিথিলা জানালেন কেন তিনি সৃজিতকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় এর দুটি কারণ উল্লেখ করেছেন। তাঁদের দুজনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, আমরা দুজনেই খামখেয়ালি এবং আমরা ভীষণ ল্যাদখোর। সেই সঙ্গে কাজপাগল।
Happy new year from ours to yours 🎉🎊🎆💕@srijitspeaketh ❤ pic.twitter.com/bJvS9DQMTx
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) December 31, 2019