অক্ষয়ের ‘ফিলহাল’ পৌঁছল ১০ কোটির মাইলস্টোনে

প্রথম মিউজিক ভিডিওতেই বাজিমাত করলেন অক্ষয় কুমার। ৯ নভেম্বর মুক্তি পায় অক্ষয় কুমারের প্রথম গানের ভিডিও ‘ফিলহাল’। ভিডিওটিতে অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী কৃতী স্যানন-এর বোন নূপুর স্যানন। মিষ্টি এক প্রেম কাহিনী ফুটে উঠেছে মিউজিক ভিডিওটিতে। মাত্র ৭ দিনেই ইউটিউবে এই গানের ভিউয়ার সংখ্যা ছাড়াল ১০ কোটির মাইলস্টোন। এই গানের ভিডিয়োটি প্রথম ভারতীয় মিউজিক ভিডিয়ো যা এত কম সময়ে ইউটিউবে ১০ কোটির মাইলস্টোন ছুঁতে পেরেছে। এই খবর আনুষ্ঠানিকভাবে ট্যুইট করে ঘোষণা করেছে World Music Awards। এমন সুখবর উদযাপন করতে অক্ষয় একটি ভিডিও ট্যুইট করে ধন্যবাদ জানালেন গায়ক বি প্রাক-কে। ধন্যবাদের তালিকা থেকে বাদ গেলেন না নূপুর, লিরিসিস্ট জানি, পরিচালক অরবিন্দর খয়রা এবং প্রযোজক আজিম দয়ানি। তবে সব শেষে ফ্যানদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাঁর এই নতুন কাজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। লিখলেন, ‘যখন প্রথম এই গানটি শুনেছিলাম, তখনই বুঝেছিলাম আলাদা ব্যাপার আছে। কিন্তু এমন সাড়া পাবো ভাবিনি।’