অভিষেকের জীবনের রাজকুমারী ঐশ্বর্য

আজ বিশ্বের অন্যতম সেরা সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। ৪৬-এ পা দিলেন তিনি। বয়স বাড়লেও তাঁর সৌন্দর্য্য কিন্তু একটুও কমেনি। দীপাবলির পরেই ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে রোমে পাড়ি দিয়েছিলেন অভিষেক বচ্চন। স্ত্রীর জন্মদিনটা সেখানেই বিশেষভাবে  প্ল্যান করেছেন ছোটে বচ্চন। ঐশ্বর্যকে জন্মদিনের শুভেচ্ছাও তিনি জানালেন অন্যরকমভাবে। ইনস্টাগ্রামে অ্যাশের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন “হ্যাপি বার্থ ডে প্রিন্সিপিসা !!!”। ‘প্রিন্সিপিসা’ একটি ইতালীয় ভাষা । যার ইংরেজি অর্থ ‘প্রিন্সেস’। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা গেল ডোলচে ভিটার একটি সাদা ও গোলাপি অফ শোল্ডার গাউনে ৷ এই পাশ্চত্য পোশাকে ঐশ্বর্য রাই বচ্চনের মোহময়ী রূপ নজর কেড়েছে সবার ৷ একটি সুইস ওয়াচ ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘ ২০ বছর ধরে যুক্ত আছেন ঐশ্বর্য। ওই ব্র্যান্ডের একটি ইভেন্ট ছিল রোমে। তাই সেখানেই স্ত্রীয়ের জন্মদিন কাটাবেন বলে প্ল্যান করেন অভিষেক। তার জন্য এক সপ্তাহ কাজ থেকে ছুটিও নিয়েছেন তিনি । জন্মদিন পালনের পাশাপাশি ভ্যাটিকান সিটিতেও ঘুরবেন বলে জানা গেছে ।

View this post on Instagram

Princess!

A post shared by Abhishek Bachchan (@bachchan) on